সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

মতিঝিলে বাসে আগুন

রাজধানীর মতিঝিলে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকালে ৩টা ৩৫ মিনিটে এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা বিকালে ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবর পাই। এরপর আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ করে।

উল্লেখ্য, গতকাল রবিবার ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ পালন করা হবে।

 

এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ডু করে দেওয়ার পর থেকে দলটি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে দফায় দফায় অবরোধ এবং হরতাল কর্মসূচি পালন করেছে দলটি। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335