রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

বংশালে নাশকতার মামলায় বিএনপির ২৫ নেতাকর্মীর তিন বছরের কারাদণ্ড

রাজধানীর বংশাল থানায় করা নাশকতার মামলায় বিএনপির ২৫ নেতাকর্মীকে দণ্ডবিধির পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ রবিবার এ রায় ঘোষণা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা সোহেল, রাজু, হাজী সিরাজ, মামুন, রনি, মঈন, হাজী মো. মাছুম, ওমর ফারুক, রাজিয়া আলম ওরফে রাজিয়া সুলতানা প্রমুখ।

 

এক ধারায় তাদের দুই বছর ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক ধারায় ছয় মাস করে কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইমরান হোসেন।

মামলা সূত্রে জানা জানা যায়, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে আসামিরা বংশাল থানাধীন ১০৩নং এনসিসি রোডের সামনে মিছিল বের করে। তারা গাড়ি ও দোকানপাট ভাঙচুর করে। এ ঘটনায় বংশাল থানার উপ-পরিদর্শক আজাহার হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335