সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

লৌহ খনির অবস্থান নির্নয়ে পীরগঞ্জে ভু-তাত্বিক কুপ খনন কাজের উদ্বোধন

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি :- রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর এলকায় ভূতাত্বিক খনন কুপ জিডিএইচ—৭৮/২৩ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এর ভূ—তত্ত্ব প্রকৌশলী আকবর আলী আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করেন। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান,ভু—তত্ত্ব বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সাথে ছিলেন। উল্লেখ্য,বিগত ১৯৬৪ সালে ভূ—তাত্ত্বিক জরিপ অধিদপ্তর সানেরহাট ইউনিয়নের ভেলামারি পাথার নামক স্থানে লৌহ খনির অবস্থান নির্নয় করেন। সে সময় লৌহ খনিতে প্রাপ্ত লৌহ পরিপক্ক ছিল না। খনি পরিপক্কতা লাভ করতে আরও কয়েকযুগ সময় লাগবে মর্মে উত্তোলন কাজ বন্ধ করে দেন। পরবতীর্তে ২০০০ সালে আবারও সানেরহাট ইউনিয়নের পাহাড়পুর নামক স্থানে দ্বিতীয়বার খনন করে লৌহ খনির অবস্থান নির্নয়ে ব্যর্থ হন সংশ্লিষ্ট প্রকৌশলীগন। যে কারনে এ বছর আবারও খনির অবস্থান নির্নয়ে কুপ খনন কাজ শুরু করেছেন। সংশ্লিষ্ট কতৃর্পক্ষ জানান, এবারে সবোর্চ্চ ৩ হাজার ফিট পর্যন্ত খনন করে লৌহ খনির যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করবেন। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335