মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে লড়বেন হিরো আলম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার দুপুরের পর আঞ্চলিক নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এর আগে, বুধবার বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হিরো আলম। আশারাফুল হোসেন আলমের পক্ষে তার সহকারী সুজন রহমান শুভ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র জমাদানের পরে বাংলাদেশ প্রতিদিনকে হিরো আলম বলেন, চেষ্টা ছিল আরও দুইটি আসন থেকে নির্বাচন করার। কিন্তু দুবাই সফরের কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। আজ সকালে সেখান থেকে ফিরেই বগুড়া-৪ আসনের মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম সম্পর্ণ করি।

 

হিরো আলম আরও বলেন, এবার আমার দলের মার্কা ডাব। এই মার্কা নিয়ে মাঠে ঘাটে চষে বেড়াতে চাই।

এদিকে, গেল জুলাই মাসে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের শঙ্কা তৈরি হয়েছিল আর নির্বাচন করবেন কিনা হিরো আলম। ওই উপ-নির্বাচনের ভোটের দিন হামলার শিকার হওয়ার পর আলম ঘোষণা দিয়েছিলেন- এই সরকারের অধীনে আর নির্বাচন করবেন না। তবে অবশেষে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন হিরো আলম- গতকাল তার পক্ষে বাংলাদেশ কংগ্রেসের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335