শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

ডোমারে ছিন্নমুল কর্মজীবীদের নিয়ে সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত

আলমগীর হোসেন,ডোমার(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ছিন্নমুল কর্মজীবীদের নিয়ে প্রতিভা অন্বেষণে সংগীত প্রতিযোগীতা ২০২৩ এর চুরান্ত প্রতিযোগীতা ও পুরস্কার বিতনণী অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার(২০নভেম্বর) সন্ধ্যায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে চুরান্ত পর্বে সেরা ১০জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।  নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ১০জন সংগীত প্রতিযোগীর মধ্যে প্রথম বিজয়ী মৌসুমী রায় তমাকে ৫০ হাজার, ২য় বিজয়ী তুলসী চক্রবর্তীকে ২৫ হাজার ও ৩য় বিজয়ী প্রকাশ রায়কে ১০ হাজার টাকা পুরুস্কার হিসেবে তুলেদেন প্রধান অতিথি।
উজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ’র আয়োজনে ও সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক এ্যাড: মমতাজুল হক, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান  শাহিদ মাহমুদ, ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বিপিএএ, ওসি মাহমুদ উন নবী, প্রমুখ উপস্থিত ছিলেন।
ডোমার ছিন্নমুল সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠানের সদস্য সচিব শাহিনুল ইসলাম বাবু জানান,গত ৩০ শে সেপ্টেম্বর অডিশন রাউন্ডে উপজেলার বিভিন্ন কর্মজীবী ১০৬ জন প্রতিযোগী নিয়ে এই সংগীত প্রতিযোগীতা শুরু হয়। আজকে সেরা ১০জনকে নিয়ে চুরান্ত পর্ব অনুষ্ঠিত হলো।

আলমগীর হোসেন
ডোমার-নীলফামারী
মোবাইল-০১৭৬২৮১৯৯৬৯

()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335