সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

নীলফামারীতে নতুন আলু উত্তোলন, দ্বিগুণ লাভ কৃষকের


নীলফামারী প্রতিনিধি-নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় নতুন আলু তোলা শুরু করেছে কৃষকরা। আলুর ক্ষেতে কেউ মাটি খুঁড়ছে, কেউ আলু কুড়াচ্ছে, কেউ বস্তা ভরছে। ক্ষেতের মধ্যে আলু তোলার এমন দৃশ্য উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। 

চলতি বছর অনুকূল আবহাওয়ায় আলুর বাম্পার ফলন হয়েছে। এতে চড়া দাম পেয়ে খুশি কৃষকরা। প্রতি বছর  কৃষকরা আগাম আমন ধান ঘরে তোলে আগাম আলুর বাজার ধরার আশায় আগেভাগে আলুর বীজ রোপন করেন। বাড়তি ঝামেলা ছাড়াই খেতে বসেই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭৮ টাকায়। এ ছাড়া কয়েক দিনের মধ্যে পুরোপুরি মাঠ থেকে আলু উত্তোলন শুরু হবে।  

কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের কৃষক নুরুল আলীম বলেন, ‘৭৮ টাকা কেজি দরে আলু বিক্রি করেছি। যা খরচ বাদে দ্বিগুণ লাভ।’ 

একই গ্রামের কৃষক হজরত আলী বলেন, ৬২ শতক জমিতে আগাম আলু উত্তোলন করছি। চলতি বছর  জমিতে ৫৫ থেকে ৬০ দিনের ফলনযোগ্য আগাম আলু  বর্তমানে উত্তোলন করছি। গত বছর এ সময় আগাম জাতের নতুন আলু বিক্রি হয়েছিল ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। সেই আলু ফসলের মাঠে এবার ৭৮ টাকা কেজি দরে বিক্রি করছি। 

আলু ব্যবসায়ী সেলিম হাওলাদার বলেন, নীলফামারীর কিশোরীগঞ্জে আগাম আলু উত্তোলন হয়। সে কারণে চাঁদপুর থেকে এখানে এসে নতুন আগাম আলু ক্রয় করে নিয়ে যাই। ৭৮ টাকা কেজি দরে ফসলের মাঠেই ৬৭০ কেজি আলু ক্রয় করেছি।  

কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, এই অঞ্চলে কৃষকরা মাঠ থেকে নতুন আলু তুলতে শুরু করেছে। অনুকূল আবহাওয়ায় আলুর বাম্পার ফলন হয়েছে। চলতি বছর ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৪ হাজার ৬০০ হেক্টর আগাম আলু আবাদ করা হয়। 

()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335