বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১

জিটিবি অনলাইন ডেস্ক :-

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২০১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৬১ জন।

মারা যাওয়া দু’জন হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার মতি মোল্লা (৫৫) ও রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার মুন্নাফ (৭০)। রবিবার সকালে গণমাধ্যমকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

তিনি জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৮৯২ জন। এর মধ্যে ২২ হাজার ৩০৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি অন্তত গত তিন মাস ধরেই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। তবে গত কিছুদিন ধরে আক্রান্তের হার কিছুটা কমেছে। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335