শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাসে আগুন

জিটিবি অনলাইন ডেস্ক :- বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এই হরতালের সকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাসে আগুন দিয়েছেন হারতালকারীরা।

তবে সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন চলাচল করছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় আছেন।

সকালে সদরঘাট থেকে বিভিন্ন রুটে বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে সকালের দিকে যাত্রী কিছুটা কম।

 

অপরদিকে সকাল থেকে বিভিন্ন রুটে নিদির্ষ্ট সময়ে লঞ্চ ছেড়ে যেতে যাচ্ছে। সকাল ৮টা পর্যন্ত চাঁদপুর, নড়িয়া, মৃধারহাট, ইলিশার উদ্দেশে ছয়টি লঞ্চ ছেড়ে গেছে। তবে লঞ্চগুলোতে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম।

এ ছাড়া হরতালে ট্রেনের শিডিউলে কোনো বিপর্যয় ঘটেনি। নির্ধারিত সময়ের ৫-১০ মিনিটের মধ্যেই ছেড়েছে প্রতিটা ট্রেন।

কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই যথাসময়ে প্লাটফর্ম ছেড়ে গন্তব্যে রওনা দিয়েছে প্রতিটি ট্রেন। শিডিউল বিপর্যয় হওয়ার মতো ঘটনা ঘটেনি। ট্রেন চলাচলও স্বাভাবিক। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335