সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

  জিল বাংলা সুগার মিলের পরিচালক আখ রোপনে চাষীদের উৎসাহিত করছেন 

  
বোরহান উদ্দিন দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি, – ২৮ অক্টোবর শনিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ  ইউনিয়নে  জিল বাংলা সুগার মিলের সুযোগ্য ব্যাবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান (এফসিএমএ) মহোদয় আজ বাহাদুরাবাদ সাবজোন বি এরিয়ার নতুন আখ রোপন এবং  আখের জমিতে গিয়ে আঁখ চাষিদের সাথে আখ চাষে উদ্বুদ্ধ করতে উৎসাহিত করেন । পূর্ব থেকেই নতুন আখ রোপনের জন্য আমি সাংবাদিক তারেক মাহমুদ  আমার জমিতে অবস্থান করছিলাম হঠাৎ করে পিছন ফিরে দেখি তিনি আমার আখ খেতে এসে হাজির হয়েছেন, আমি রীতিমতো  বিস্মিত হয়েছি ।নদী বেষ্টিত ভাঙাচোরা রাস্তা দিয়ে দুর্গম যায়গাতে গিয়ে আখের তদারকি করেন ।
 তার মত উচ্চ পদস্থ কর্মকর্তা এভাবে আমার জমিতে আসবেন আমি ভাবতে পারিনি, আমি অত্যন্ত খুব খুশী হয়েছি । তিনি আমাকে উন্নত জাতের আখ রোপনের জন্য নানাবিধ পরামর্শ প্রদান করেন এবং আমাকে সব রকম সহায়তার  আশ্বাস দেন । আমিও আনন্দচিত্তে কথা দিয়েছি এবার ১৫ বিঘার মত নতুন আখ রোপন করব । মিলের স্বার্থে মিলের কাঁচামাল সরবরাহের জন্য আমাদের এইটুকু দেশপ্রেম অবশ্যই থাকা উচিৎ ।এ সময় মিলের ডিজিএম (এক্সটেনশন ) আলাউদ্দিন ,সাবজোন প্রধান ইকরাম হোসেন, আখ চাষি আবুল কালাম আজাদ, সিডিএ নুর আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335