শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

কোথায় যাবে শিশু রবিউল

জিটিবি অনলাইন ডেস্ক :-  ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি ভুলতে পারছে না বেঁচে যাওয়া আট বছরের শিশু রবিউল। গতকালও খোঁজ মেলেনি শিশুটির স্বজনদের। সোমবারের দুর্ঘটনায় উদ্ধারের পর থেকে সে বারবার ভয়ে চিৎকার দিয়ে উঠছিল আর কাঁপছিল। কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত শিশুটির বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকাদের কাছ থেকে জানা যায়, দুর্ঘটনায় ঠোঁট ও পিঠে আঘাত পায় শিশুটি। তাকে অচেতন অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। জ্ঞান ফেরার পর সে ভয়ে চিৎকার দিয়ে উঠছিল আর কাঁপছিল। চিকিৎসকরা জানান, এই শিশুটি তার বন্ধুর সঙ্গে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরবে আসে। বাড়ি ফিরে যাওয়ার জন্য এগারসিন্দুর ট্রেনের যাত্রী হয়েছিল তারা। পরে দুর্ঘটনায় অন্য আহত ব্যক্তিদের সঙ্গে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সোমবার রাত ১১টার মধ্যে একে একে অন্য আহত ব্যক্তিদের স্বজনরা এসে তাদের বাড়ি কিংবা অন্য হাসপাতালে নিয়ে গেলেও স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু এ শিশুটিই রয়ে যায়। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, আমরা শিশুটিকে আগে সুস্থ করে তুলব। এরমধ্যে স্বজনদের পেলে দিয়ে দেওয়া হবে। আর না পাওয়া গেলে আদালতের মাধ্যমে শিশু পরিবারে রাখা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শিশুটিকে অচেতন অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। জ্ঞান ফেরার পর সে ভয়ে চিৎকার দিয়ে উঠছিল আর কাঁপছিল। এ কারণে তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। সোমবার রাত ১০টার দিকে ঘুম ভাঙার পর কিছুটা স্বাভাবিক হয় শিশুটি। তখন জানায়, তার নাম রবিউল। বাবা মিলন মিয়া। বাড়ি নরসিংদীর রায়পুরায়। গ্রামের নাম বলতে পারেনি। কারও নম্বরও স্মরণ করতে পারছে না সে। গতকাল দেখা যায়, হাসপাতালের শয্যায় শুয়ে মা-বাবার জন্য অপেক্ষার প্রহর গুনছে শিশু রবিউল। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, শিশুটির এখন বড় সমস্যা সে ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি ভুলতে পারছে না। এ সময় স্বজনদের কাছে পেলে শিশুটির মানসিক অবস্থার উন্নতি হতো। এদিকে ট্রেন দুর্ঘটনার পর থেকে নিখোঁজ আট বছরের আরেক শিশু সাব্বিরের সন্ধানে উপজেলা পরিষদ ও হাসপাতালে ছোটাছুটি করছেন স্বজনরা। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335