শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

ভাইরাস জ্বরে আক্রান্ত পাকিস্তানের পাঁচ ক্রিকেটার

জিটিবি অনলাইন ডেস্ক :- পাকিস্তান শিবিরে হানা দিয়েছে ভয়াবহ ভাইরাস জ্বর। জ্বরে আক্রান্ত হয়েছেন বেশকিছু খেলোয়াড়। অনেকেই সেরে উঠলেও দলের পাঁচ ক্রিকেটারকে জ্বর একটু বেশিই কাবু করেছে। ফলে মঙ্গলবারের অনুশীলনে অনেকেই যোগ দিতে পারেনি।

জ্বরে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ওপেনার আবদুল্লাহ শফিক। এছাড়া শাহিন শাহ আফ্রিদি, সৌদ শাকিল এবং জামান খানও আক্রান্ত হয়েছেন। গত শনিবার আহমেদাবাদে পাকিস্তান যখন ভারতের বিরুদ্ধে লড়াই করেছিল তখন উসামা মীরও জ্বরে আক্রান্ত ছিলেন।

তবে আগামী শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুতে নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শাহিন আফ্রিদি ফিট হবেন বলে আশা করছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

জ্বরে আক্রান্ত হলেও কারো ডেঙ্গু জ্বরের লক্ষণ নেই বলে নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বলেছে, ‘কিছু খেলোয়াড় গত কয়েকদিনে জ্বরে ভুগছিলেন এবং তাদের বেশিরভাগই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। যারা এখনও পুরোপুরি সেরে উঠেনি তারা মেডিকেল প্যানেলের পর্যবেক্ষণে রয়েছেন।’

গত শনিবার (১৪ অক্টোবর) ভারতের বিপক্ষে ম্যাচ শেষে তার পরদিন রোববার বেঙ্গালুরুতে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। ওই ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাবর আজমের দল। তবে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে যথাক্রমে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল পাকিস্তান। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335