সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

ডোমারে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবীতে বিক্ষোভ মিছিল

আলমগীর হোসেন,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: সম্প্রতি প্রতিশ্রুতি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকারসমূহ চলতি অক্টোবর মাসেই বাস্তবায়নের দাবীতে নীলফামারীর ডোমার উপজেলায় সমাবেশ  ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার( ৬ অক্টোবর) সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,পূজা উদযাপন পরিষদ ও ক্ষত্রিয় সমিতি উপজেলা শাখা যৌথভাবে সমাবেশ  ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির হতে একটি র‌্যালি বের হয়ে দাবী বাস্তবায়নের আহবান জানিয়ে স্লোগান দিয়ে স্থানীয় বনোওয়াড়ীর মোড়ে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে সংগঠনগুলোর উপদেষ্টা বাবু গোড়াচাদঁ অধিকারীর সভাপতিত্বে ও তাপস কুমার অধিকারীর সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায়, সাধারন সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ কুমার আগরওয়ালা, সাধারন সম্পাদক দেবব্রত রায় তপু, ক্ষত্রিয় সমিতির আহবায়ক জগোবন্ধু রায়, প্রধান শিক্ষক রমনীকান্ত রায় প্রমূখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন।
বক্তরা  চলতি অক্টোবর মাসেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকারসমূহ বাস্তবায়নের দাবী করেন।

আলমগীর হোসেন

ডোমার-নীলফামারী

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335