শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ  শিক্ষা নিয়ে গড়ব দেশ. শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের রহিম উদ্দীন ডিগ্রী কলেজে ও সান্তাহার বনমালী পরমেশ্বর(বিপি)উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক কর্মচারী গুণীজন ও ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে পৃথক পৃথক  র‌্যালী বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।

দিবসটির তাৎপর্য তুলে ধরে রহিমউদ্দীন ডিগ্রী কলেজের সভাকক্ষে এক আলোচনা সভা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আনোয়ারুল হক, সাবেক সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, সহকারি অধ্যাপক নাছিমুল হুদা খন্দকার, মকছেদুর রহমান বাপ্পি, ইলিয়াছ উদ্দিন প্রমুখ। অপরদিকে আরেক আলোচনা  সভা বিপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক পবিত্র কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আব্দুল মতিন তালুকদার,মুক্তা রানী,তুষারকান্তি সরকার,রফিকুল ইসলাম,কামরুজ্জামান নান্নু,আছলাম হোসেন,অশোক কুমার ঘোষ,উম্মে সালওয়া প্রমুখ।

 

মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335