রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোনা জেলা সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোনা প্রর্তিনিধি: ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন, ধর্মের নামে জামায়াত শিবির চক্রের সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করুন এই শ্লোগানকে সামনে রেখে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।, শনিবার দুপুরে স্থানীয় পাবলিক হলে জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। ,

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার আহবায়ক কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে সদস্য সচিব ও সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় সম্মেলনে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন চৌধুরী মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, শহীদ সন্তান আসিফ মুনীর তন্ময়, নেত্রকোণা জেলা সেক্টর  কমান্ডারস ফোরামের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুজ্জোহাসহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক  নেতৃবৃন্দ। ,

এর আগে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় । সম্মেলন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশ পরিচালনা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহান মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী এবং  পাকিস্তানি চেতনায় বিশ্বাসী কাউকে নির্বাচিত না করার জন্য  জনগনের প্রতি আহবান জানান। ,

পরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির  সাধারণ সম্পাদক কাজী মুকুল কেশব রঞ্জন সরকারকে জেলা কমিটির সভাপতি ও শাহীন উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335