রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

সানন্দবাড়ীতে নদনদীর পানি বৃদ্ধি বন্যার আশংকা

দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার  দেওয়ানগঞ্জ উপজেলার  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা-ব্রহ্মপুত্র , জিঞ্জিরাম, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে দেওয়ানগঞ্জ  উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জানা গেছে, নদ-নদীতে পানি বাড়ায় উপজেলার চর আমখাওয়া, পাররামরামপুর, হাতীভাঙ্গা, চিকাজানি, চুকাইবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে রোপণ করা রোপা আমন, শাক-সবজির বাগানসহ ফসলাদি নিমজ্জিত রয়েছে। জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেওয়ানগঞ্জ উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ জানান, উপজেলায় ৮টি ইউনিয়নে চলতি মৌসুমে ২৭৫ হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335