শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

সোনাতলায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সারাদিনব্যপী পোনামাছ অবমুক্তকরণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ১৬ আগষ্ট বুধবার সারাদিনব্যপী উপজেলা মৎস্য কার্যালয়ের বাস্তবায়নে রাজস্ব খাতের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার বিভিন্নমুক্ত জলাশয়, প্লাবনভূমি ও সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় দুপুরে সোনাতলা উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। পোনামাছ অবমুক্ত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা, প্রেসক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজল, মৎস্যজীবি লীগ নেতা মাহমুদুর রশীদ সোহেল ও আবু তাহের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335