শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

ধামইরহাটে জাতীয় শোক দিবসে আওয়ামীলীগ ও প্রশাসনের পৃথক আলোচনা ও সমাবেশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ যৌথ ভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার পক্ষে দলীয় নেতৃবৃন্দ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, সরকারি—বেসরকারী বিভিন্ন সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিকত সংগঠন, প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।

পরে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে যুব ঋনের চেক বিতরণ করা হয়। অপরদিকে শোক দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন একটি বিশাল র‌্যালী বের করে। র‌্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে জেলা পরিষদ ডাক বাংলাতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা তথা সমাবেশ অনুষ্ঠানে আওয়ামীলীগের সহ—সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সহ—সভাপতি জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, শাহজাহান আলী, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা, ইসবপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল আলম লাকী, খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজমুল হোসেন, জাহানপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক গোলাম কিবরিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক

কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সম্পাদক ও প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলাম, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, সম্পাদক মশিউর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক জাভেদ নওরোজ আলমগীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু, পৌর যুবলীগের সভাপতি ফারুক হোসেন, সম্পাদক মাহবুব আলম বাপ্পী, পৌর ছাত্রলীগের সভাপতি আবু হোসেন, সম্পাদক আনন্দ কুমার শীল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক এহসান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335