শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :  সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১২ জনকে গুনীজন সম্মাননা দেওয়া হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার দুপুরে প্রেসক্লাব হলরুমে এ সম্মাননা দেওয়া হয়।

এতে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কামরুল হাসানা, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, উপজেলা আওয়ামলীগের সহসভাপতি গোলাম রব্বানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, রাণীশংকৈল ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ইসমাইল হোসেন, ইউ’পি চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহেল এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমূখ। সম্মাননা প্রাপ্তরা হলেন, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীরমুক্তিযোদ্ধা মরহুম মুহাঃ ইকরামুল হক, সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য কামরুল হুদা, শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ইসমাইল হোসেন, সমাজসেবায় অবদানের জন্য পীরগঞ্জবাসী কল্যান সমিতি ঢাকা, অদম্য নারী হিসেবে সিফাত ফাহামিদা নওসিন, বাস্কেট বল খেলায় অবদানের জন্য খালেদ মাহামুদ আকাশ, সঙ্গীতে অবদানের জন্য শুরুবালা ওরফে টেপরি মাতাজি, চিকিৎসা সেবায় অবদানের জন্য পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল, সাংবাদিকতায় ৪০ বছর অবদান রাখায় মেহের এলাহী, কাজী নুরুল ইসলাম, আব্দুর রহমান এবং ফজলুল কবীর

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335