শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

বগুড়ায় অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে গ্রামসহ চার পাশের ফসলি জমি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়া গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের নাংলু পশ্চিমপাড়া গ্রামের মোঃ মিজান ও তার সহযোগী মোঃ আলো মিয়া সাগর ঘাঁট এলাকায় এবং শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেরুয়াপাড়া গ্রামের পুলিশের নার্সারীর পাশের জমিত চলছে অবৈধ বালু উত্তোলনের রমরমা মহোৎসব চলছে। স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়,দীর্ঘ কয়েক বছর যাবত অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের দার্পটে প্রভাবশালী শিক্ষক সোনা মাষ্টার ও তার সহযোগী জগন্নাথপুর গ্রামের মোঃ আজাদ মিয়া ছেলে শাফির যোগসাজসে এবং দক্ষিণপাড়া ইউনিয়নের নাংলু পশ্চিমপাড়া গ্রামের মোঃ মিজান ও তার সহযোগী মোঃ আলো মিয়া দলীয় প্রভাব খাটিয়ে আবাদি জমি থেকে শক্তিশালী নিষিদ্ধ ড্রেজার মেশিন বসিয়ে প্রভাবশালী মহলেরর বালু দস্যুরা অবৈধ ভাবে আবাদি জমির ভু-গর্ভস্থ থেকে বালু উত্তোলন করছে। যার ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে কৃষকের তিন ফসলি জমি। সরেজমিনে গিয়ে এলাকাবাশীর একাধিক অভিযোগ উঠে আসে এবং তারা জানায় উপজেলা প্রশাসন ও পুলিশের জরুরী হস্তক্ষেপে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করে তাদের তিন ফসলি জমি ও গ্রাম রক্ষার জোর দাবি জানিয়েছে। অপরদিকে নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যক্তি জানায় প্রভাবশালী অবৈধ বালু দস্যু ব্যবসায়ী সোনা মাষ্টার এবং মিজানের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে একাধিক বার অভিযোগ করা শর্তেও কোন প্রতিকার মেলেনি।এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বয় জানায়,অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত কঠোর আইনগত বিধি-ব্যবস্থা নেয়া হবে। কারণ অবৈধ বালু উত্তোলনকারীদে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে আছে মর্মে জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335