শনিবার, ১৮ মে ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

পীরগঞ্জের সেই জুয়ার আসরটি আজও বন্ধ হয়নি !

পীরগঞ্জ রংপুর  প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়ার চরে ১২ বছর ধরে চলমান জুয়ার আড্ডা বন্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন। বড়আলমপুর ইউনিয়নের করতোয়া নদীর ধারে হোসেনপুর উচাপাড়া নামক স্থানে ওই জুয়ার আসর চলে মর্মে জানা গেছে। বড়আলমপুর ইউনিয়নের ধর্মদাশপুর (উচাপাড়া) গ্রামের আব্দুস সাত্তারের ছেলে-আতোয়ার রহমান,ষোলঘরিয়া গ্রামের জহুরুল।

ইসলাম,দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়ার বাসীন্দা শীর্ষ জুয়াড়ী আকবর আলী,বিরামপুর এলাকার মোস্তসহ বেশ কয়েকজন জুয়াড়ীর নেতৃত্বে বর্নিতস্থানে প্রতিদিন বিকেল হতে সন্ধ্যার পর পর্যন্ত জুয়ার আসর চলে। আশপাশের উপজেলাগুলো হতে মোটর সাইকেল ও সিএনজিযোগে লোকজন এসে জুয়া খেলায় মেতে ওঠে। কৌশল হিসেবে মাঝে মধ্যে জুয়াড়ীরা জায়গা পাল্টিয়ে আসর বসায়। আবার কখনও নদীর এপার ওপার করে জুয়া বসানো হয়। এলাকাবাসী জানায়,প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হয় এখানে।

স্থানীয় প্রশাসনের কোন কোন কর্মকর্তার সাথে জুয়াড়–দের বেশ সখ্যতা রয়েছে মর্মে অভিযোগ রয়েছে। যে কারনে তারা জুয়া বন্ধে কোন পদক্ষেপ নেননা। অবাধে জুয়া চলার ফলে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। গরু চুরি ছাড়াও ছিঁচকে চুরি বৃদ্ধি পেয়েছে। বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম বলেন—অনেক চেষ্টা করেও আমার ইউনিয়নে জুয়া খেলা বন্ধ করতে পারিনি। স্থানীয় প্রশাসন জুয়া বন্ধে কোন সহযোগিতা করেন না। পীরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন—আমার এলাকায় কোন জুয়া চলে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335