রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

শৈলকুপায় কাঁচা মরিচের কেজি ১০০০ টাকা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় প্রতি কেজি কাঁচা মরিচ এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। শনিবার (১ জুলাই) সকালে সরেজমিনে শৈলকুপার পৌর বাজারে গিয়ে কাঁচা মরিচের এ দাম দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা কাঁচা মরিচের এ আকাশছোঁয়া দামকে স্মরণকালের রেকর্ড দাম বলে জানিয়েছেন।

শৈলকুপা বাজারের কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, প্রতিদিন ২ থেকে ৩ মণ কাঁচা মরিচ বিক্রি হয়। তবে আজ শনিবার ১০ কেজি মরিচও কিনতে পারিনি। যা পেয়েছি, তা এক হাজার টাকা কেজি দরে বিক্রি করেছি।

এক কেজি কাঁচা মরিচ পাইকারি বাজার থেকে সাড়ে ৮০০ টাকায় কিনেছেন বলে জানান এ ব্যবসায়ী। মরিচের দাম রাতারাতি হাজার টাকা হওয়ার বিষয়ে এ ব্যবসায়ী বলেন, ভারত থেকে যে মরিচ আসত, তা এখন আর আসছে না। এছাড়া প্রচণ্ড তাপদাহে মরিচের গাছ বাড়েনি। এরমধ্যে বৃষ্টিতে অনেক গাছ মারা যাচ্ছে। এ কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ অনেক কমে গেছে।

হাফিজ উদ্দিন নামের একজন ক্রেতা জানান, কোরবানির মাংস রান্নায় কাঁচা মরিচ ছাড়া স্বাদ পাওয়া যায় না। বাধ্য হয়ে আড়াইশো গ্রাম কাঁচা মরিচ কিনলাম আড়াইশো টাকায়।

শৈলকুপা বাজারে মরিচ কিনতে আসা ক্রেতা আজিজুর রহমান বলেন, এক কেজি কাঁচা মরিচের দাম এক হাজার টাকা। এটা কেমন কথা! বাধ্য হয়ে শুকনো মরিচ কিনে বাড়ি যাচ্ছি।

আরেক ক্রেতা রুহুল মিয়া বলেন, কাঁচা মরিচের এত দাম জীবনে শুনিনি। এক হাজার টাকার এক পয়সা কমেও কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে না। এক কেজি কাঁচা মরিচে এখন এক কেজি খাসির মাংস পাওয়া যাচ্ছে।

শৈলকুপা বাজার ছাড়াও জেলার শেখপাড়া বাজার, গারাগঞ্জ বাজার, কাঁচেরকোল বাজার, সারুটিয়া বাজার ও দুধসর বাজারসহ একাধিক বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ৯০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335