সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

২০ বছর আগের মামলায় একজনের যাবজ্জীবন

জিটিবি নিউজ ডেস্কঃনাটোরে এক কিশোরীকে অপহরণ করার দায়ে দুলাল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার ২০ বছর পর আজ সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি দুলাল মিয়া নাটোরের নলডাঙ্গা উপজেলার তেঘর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় দুলাল মিয়া কাঠগড়ায় উপস্থিত ছিলেন।মামলার সংক্ষিপ্ত বিবরণসূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর বয়স এখন ৩৩ বছর। ২০ বছর আগে তিনি নলডাঙ্গা শহরে দরজির কাজ শিখতেন। ২০০৩ সালের ৩০ আগস্ট সকালে দুলাল তাঁকে কাজ দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে যান। সেখানে এক ভাড়া বাসায় তাঁকে আটকে রেখে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী নারী কৌশলে সেখান থেকে বাড়িতে ফিরে আসেন। পরে একই বছর ৩ সেপ্টেম্বর ভুক্তভোগীর মা বাদী হয়ে দুলালের বিরুদ্ধে অপহরণের মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই ওই বছর ৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আসামি দীর্ঘদিন পলাতক থাকায় মামলাটির কার্যক্রমে ভাটা পড়ে। তবে আসামি গ্রেপ্তার হলে বিচারপ্রক্রিয়া আবার ত্বরান্বিত হয়। পরে সাক্ষ্যপ্রমাণে দুলাল দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, জরিমানার টাকা ভুক্তভোগী নারী পাবেন। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়।সরকারি কৌঁসুলি আনিছুর রহমান জানান, আসামি পলাতক থাকায় এবং সাক্ষীরা যথাসময়ে আদালতে না আসায় বিচারকাজে বিলম্ব হয়েছে। তবে শেষ পর্যন্ত বাদী ন্যায়বিচার পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335