রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেল প্রাণ-আরএফএলের ৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের তিনটি শিল্পপ্রতিষ্ঠান। শনিবার (১৭ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান ৩টিকে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার ছয়টি ক্যাটাগরিতে ৩৯টি প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ প্রদান করেছে।

এরমধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপ্রতিষ্ঠান রয়েছে তিনটি।

এগ্রোপ্রসেসিং শিল্পে প্রাণ ডেইরি, প্লাস্টিকে অলপ্লাস্ট বাংলাদেশ এবং প্রকৌশল শিল্পে গঙ্গা ফাউন্ড্রি লিমিটেড পুরস্কার পেয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335