মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান মাসে প্রতিবছরের ন্যায় এবারেও গত রবিবার বিকেলে নিজ গাড়ি নিয়ে বগুড়া শহরের বেশ কিছু এলাকা ঘুরে ঘুরে অসহায় ও অসচ্ছল রিকশা,অটো,ভ্যান চালকদের মাঝে ইফতার বিতরণ করেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বগুড়া জেলা সভাপতি সাংবাদিক নয়ন রায়। তিনি তাঁর নিজ অর্থায়নে ও নিজ উদ্যোগে এসব অসহায় মানুষদের হাতে ইফতার বক্স তুলে দেন। তিনি বলেন, আমি সব সময় আমার নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় ও অসচ্ছল মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, আমি যেভাবে আছি সে ভাবেই মানুষের পাশে থাকতে চাই, আমি বিশ্বাস করি আনন্দ শুধু একা ভোগ করার জন্য নয়, সবার সাথে ভাগ করাতেই প্রকৃত আনন্দ। বিতরণের সময় সার্বিক সহযোগিতায় ছিলেন, অত্র কমিটির বগুড়া জেলা সদস্য স্বাধীন ওয়াহিদ। এছারাও নয়ন রায় বলেন, আমি সর্বদাই সকলের ডাকে সারা দেই এবং পাশে থাকার চেষ্টা করি।