বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

বিচার বিভাগকে আরও গতিশীল করতে হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সবাই মিলে বিচার বিভাগকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রোববার (৯ এপ্রিল) দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতিতে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের যে তিনটি অঙ্গ রয়েছে তা হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগ। এ তিনটির কোনো একটি অঙ্গ যদি দুর্বল হয় তাহলে সে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়। তাই সবাই মিলে বিচার বিভাগকে আরও গতিশীল করতে হবে।

এসময় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক জাহিদ বেপারী বক্তব্য দেন।

এর আগে প্রধান বিচারপতি ফরিদপুর আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মাণাধীন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335