সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

আদমদীঘিতে ঈদুল ফিতরে ১৪ হাজার ৩০৭ জন ভিজিএফ’র চাল পাবে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাদ্য সহায়তার আওতায় অতিদরিদ্র পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরন করা হবে। এবার বগুড়ার আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌর সভায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ১৪ হাজার ৩০৭ জন দরিদ্র পরিবারকে ভিজিএফ’র চাল দিবে সরকার।
প্রাপ্ততথ্যে জানা গেছে, আদমদীঘি উপজেলায় প্রায় ৪৫ হাজার অতিদরিদ্র ও দুস্থ্য পরিবার রয়েছে। এদের মধ্যে অনেকেই বয়স্কভাতা,বিধবা ভাতা সহ অন্যান্য ভাতাদি পাচ্ছে। এদের মধ্যে যেসব পরিবার ভাতা সহ অন্যান্য সুযোগ থেকে বঞ্চিত তাদের মাঝে এই চাল বিতরন করা হবে। এবারের ঈদে এই উপজেলার ৬টি ইউনিয়নে ৯ হাজার ৬৮৬ জনের অনুকুলে ৯৬.৮৬ মেট্রিক টন ভিজিএফ’র চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া সান্তাহার পৌর সভায় ৪৬২১ জনের অনুকুলে ৪৬.২১ মেট্রিক টন ভিজিএফ’র চাল বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন জানান,উপজেলা প্রায় ৪৫ হাজার অতিদরিদ্র ও দুস্থ্য পরিবার রয়েছে। এরমধ্যে অনেকেই বয়স্কভাতা,বিধবাভাতা সহ অন্যান্য ভাতাদি পাচ্ছে। যে সব পরিবার ভাতা সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছে সরকার সেই সব পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সহায়তার আওতায় এবার ১৪হাজার ৩০৭ টি অতিদরিদ্র ও দুস্থ্য পরিবারকে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিনা মূল্যে বিরতন করবে। তিনি আরো জানান সুষ্ঠভাবে চাল বিতরনের জন্য এক জন করে তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335