শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

বৈকালিক স্বাস্থ্যসেবার বিষয়ে জানেন না শরীয়তপুরবাসী

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় শরীয়তপুরেও সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা চালু হয়েছে। সরকার নির্ধারিত ফি নিয়ে দিনের পাশাপাশি বিকেলেও রোগী দেখবেন সরকারি চিকিৎসকরা। তবে হাসপাতালে গিয়ে রোগীদের তেমন সাড়া চোখে পড়েনি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈকালিক চেম্বার কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর প্রথম দিন ২০০-৩০০ টাকা ভিজিটে চারজন রোগীকে সেবা দেওয়া হয়েছে। এরপর সোমবার (৩ এপ্রিল) পর্যন্ত দুদিনে মাত্র তিনজন রোগী সেবা নিয়েছেন। প্রতিদিন দুজন চিকিৎসক সেবা দিচ্ছেন। রোস্টার অনুযায়ী আরও দুজন মেডিকেল অফিসার সেবা দিচ্ছেন।

সোমবার সরেজমিন দেখা যায়, ফারুক হোসেন নামের একজন তার দুইমাসের সন্তানকে চিকিৎসক দেখাতে এসেছেন। শিশুটি জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছে।তাকে তিনটি পরীক্ষা করাতে দিলেন চিকিৎসক। সরকারিভাবে মাত্র ২০০ টাকা ভিজিটে ও কম খরচে পরীক্ষা করাতে পেরে অনেক আনন্দিত বলে জানালেন ফারুক হোসেন।

হাসপাতালের ২০৪ নম্বর কক্ষে সেবা দিচ্ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. মো. জহিরুল ইসলাম। তিনি  বলেন, ‘তিন ঘণ্টা ধরে বসে থাকছি কিন্তু তেমন রোগী নেই। এ সেবা চালুর বিষয়ে মানুষ এখনো জানে না। এজন্যই হয়তো কেউ আসছে না।’

এ বিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান ইবনে আমিন বলেন, এখন পর্যন্ত রোগীদের তেমন উপস্থিতি দেখছি না। এ বিষয়ে প্রচারের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। ঈদের পর আশা করি রোগীদের উপস্থিতি বেশি হবে।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335