শনিবার, ১০ Jun ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন
নিজস্ব সংবাদ দাতাঃ আজ বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহা নগরে শাহ নগর সবজি নার্সারী মালিক সমিতির উদ্যেগে উন্নত মানের বীজ প্রাপ্তি ও চারা উৎপাদনে সচেতনতা মুলক এক আলোচান সভা আয়োজন করা হয়। শাহ নগর সবজি নার্সারী মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ রেজাউল করিম বাবলু। উক্ত অনুষ্ঠানে সংসদ সদস্য শাহ নগরকে “ চারার নগর ” হিসাবে ঘোষনা দেন।
তিনি বলে বিভিন্ন সূত্রমতে জানাগেছে এ এলাকার চারাগাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে এবং বিশেষ করে মরিচ,বেগন,কপি,টমেটো বিভিন্ন রকমের সবজি চারা এখান থেকে সারা দেশে চলে যায় কৃষকে লাভবান হয়ে থাকে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার হিসাবে সরকারের কৃষকদের পাশে থাকারও আশ^াস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্ত রাখেন সাবেক কৃষি কর্মকর্তা সাইদুর রহমান,মোঃ মাফুজার রহমান বাবলু,চেয়ারম্যান চোপীনগর ইউনিয়ন পরিষদ, ডাঃ এ জেড এম খোরশেদ আলম চৌধুরী, চেয়ারম্যার ও গবেষনা প্রধান-অস বাংলা এগ্রো,জনাব দেবাশিষ বিশ্বাস ইস্পাহানি এগ্রো লিঃ, মোঃ এমরান হোসেন ইউপি সদস্য চোপী নগর সহ উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ।