বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন
রাকিব হোসেন সোহেল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর থানার চররুহিতা গ্রামের মানসুরা বেগম সোহাগী নামের একব্যক্তি মুরাদের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে অভিযুক্ত কারী মুরাদের বিরুদ্ধে।এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা।মুরাদ প্রবাসী চররুহিতা গ্রামের ৪নং ওয়ার্ড বাসিন্দা রফিক বাড়ীর রফিকের ছেলে মুরাদ।মুনসুরা বেগম সাংবাদিক মিডিয়াদের জানান, মুরাদ আজ সকাল ১০ টার সময়,আমার ছোট দেবর ইসমাইল হোসেনের স্ত্রীর আমেনা বেগমের সঙ্গে দেখা করতে আমাদের বাড়ীতে আসেন মুরাদ।এসময় আমার শাশুড়ী মমতাজ বেগম ও আমেনা বেগম উপস্থিত ছিলেন।তাদের উপস্থিতিতে শাশুড়ী আমায় ডেকে জিজ্ঞেস করে বলেন আমাদের ঘরে কে আসছে দেখো।তখন আমি নাম না জানার কারণে হেনজ্জা বলতে না বলতে মুরাদ আমার গলা টিপে শ্বাসরোধ করেন।এবং আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন।
এঘটনার আলামত দেখে আমার শাশুড়ী ও আমার জ্বাল আমেনা বেগম তার হাত থেকে রক্ষা করেন।এঘটনাটি ঘটেছে ৪নং চররুহিতা গ্রামের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মনির মেম্বারের মির্জা আলী বাড়ীতে।ঘটনার স্থল অভিযুক্ত কারীর বসতবাড়ী হইতে ৫০০ গজ দুরেই ভুক্তভোগীর মির্জা আলী বাড়ীর প্রবাসী ইসমাইল হোসেনের বসত ঘরের ভিতরে এঘটনাটি ঘটায়।
পরে আশেপাশে এলাকার স্থানীয় প্রতিবেশীদের জিজ্ঞেস করা হয় প্রবাসী মুরাদ কোথায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন মুরাদ ঘটনার স্থল থেকে এসে তাদের পরিবারের সবাই মিলে বেরিয়ে গেছে বললেন এলাকাবাসী।যার ফলে অভিযুক্ত কারী প্রবাসী মুরাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এদিকে ভুক্তভোগী পরিবারের স্বজনরা সাংবাদিক মিডিয়াদের জানান, একজন পুরুষ কিভাবে একজন মহিলার গলা টিপে শ্বাসরোধ করতে পারে, তা আমাদের জানা নেই।আসলে সেই কোনো মানুষ নয়, প্রবাসী মুরাদ নারী লুভী একজন মানুষ।আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও অসহায় নিরীহ মানুষ হই।প্রবাসী মুরাদ বিদেশ গিয়ে অনেক টাকার মালিক হন।বর্তমানে দেশে এসে তার কাছে মানুষ বলে মনে হয়না মানুষকে।আমাদের সাথে খারাপ ভাষায় গাল মন্দ করে এবং কথায় কথায় গায়ের দিকে আসে প্রবাসী মুরাদ।দৈনিক গণজাগরণ পত্রিকার সংবাদ প্রকাশের মাধ্যমে, দেশবাসীর ও জেলা প্রশাসক মহোদয় এবংপুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবী জানাচ্ছি একজন নারীর গায়ে হাত দেওয়া প্রবাসী মুরাদের বিরুদ্ধে।