বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন
নাজমুল হাসানঃ রাজধানীর যাত্রাবাড়ি এলাকার কাজলা সামাদ নগরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ও ঢাকা জেলা প্রসাশন। সোমবার বার ১৩ মার্চ এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ৪ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ টিকাটুলি এলাকাধীন অঞ্চলে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল আলম। তিতাসের পক্ষে নেতৃত্ব দেন মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।
এ বিষয়ে প্রকৌশলী মনিরুল ইসলাম জানান ৪টি আবাসিক বাড়িতে অবৈধভাবে তিতাসের সংযোগ এনে ব্যাবহার করছিলেন।খবর পেয়ে তিতাসের পক্ষ থেকে অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবেে ব্যাবহৃত ৪ টি বাড়ির গ্যাসসংযোগ বিচ্ছিন্ন এবং একজন মালিককে নগদ ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যাবহারকারীদের ৪৫০ মিটার পাইপ জব্দ করা হয়। তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।