শনিবার, ১০ Jun ২০২৩, ০১:২১ অপরাহ্ন
নাজমুল হাসানঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘লিঙ্গ সমতার জন্য ডিজিটাল উদ্ভাবন এবং প্রযুক্তি’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হবে। আগামী ১৩ মার্চ বিকেল ৩ টায় ধানমন্ডির ৭২ নম্বর রোডের ১৫/এ হোল্ডিংয়ে ছায়ানট সংস্কৃতি ভবনে সংলাপের আয়োজন করেছে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও তার সহযোগী সংস্থা গুলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়ন-এর অ্যাম্বাসেডর মি. চার্লস হোয়াইটলি, জাতীয় সংসদের সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক সাহেলা পারভীন, বিজিএমই এর সভাপতি ফারুক হাসান, মানুষের জন্য ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শাহীন আনাম, গর্ডন শ্যানন হেড অব প্রোগ্রাম ডেভলপমেন্ট এন্ড ফান্ডিং গ্লোবাল,ক্রিশ্চিয়ান এইড।
বাংলাদেশে লিঙ্গ সমতা এবং সংখ্যালঘুদের অধিকারের জন্য উদ্ভাবন এবং প্রযুক্তির উপর একটি সংলাপের আয়োজন করতে যাচ্ছে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ, যা ডিজিটাল স্পেসে প্রান্তিক নারী ও মেয়েদের অধিকার রক্ষার গুরুত্ব এবং অনলাইন এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইসিটি সুবিধাপ্রাপ্ত জেন্ডার ভিত্তিক সহিংসতার বিষয়ে আলোকপাত করবে। আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গবৈষম্য দূর করার জন্য সারা বিশ্বে এই দিনটি পালিত হয়। এখনও বিশ্বের বেশির ভাগ জায়গায় লিঙ্গবৈষম্য দেখা যায়। পুরুষরা এখনও বহু ক্ষেত্রে বেশি মাত্রায় সুবিধা ভোগ করেন। আর সেই কারণেই এই দিনটি অত্যন্ত গুরুত্বৃপূর্ণ।