বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে ফোকাস সোসাইটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষ্যে ৮ই মার্চ সকালে ফোকাস সোসাইটির নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভা সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফোকাস সোসাইটির সিনিয়র উপ-পরিচালক আব্দুল করিম আকন্দ, উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক লিপন হোসেন, উপ-সমন্বয়কারী শফিকুল আলম ও শামীম হোসেন, সহকারী সমন্বয়কারী নিরীক্ষা সহকারী এলাকা ব্যবস্থ্যপক আজিজুল ইসলাম, শিলদহবাড়ী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাজমা খাতুন প্রমুখ। পরিচালনা করেন কো-অর্ডিনেটর ট্রেনিং ও অডিট অপূর্ব মোহন তালুকদার।