শনিবার, ১০ Jun ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রধান নেতা ও আমির আনিছুর রহমান ওরফে মাহমুদ এবং দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মাইমুনের কাছ থেকে উগ্রবাদী বক্তব্য সংবলিত চাঞ্চল্যকর ভিডিও কনটেন্ট উদ্ধার করেছে র্যাব।
বুধবার (১ মার্চ) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা আনিছুর রহমান ওরফে মাহমুদ ও আমির এবং দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মাইমুনের কাছ থেকে অর্থ সংগ্রহবিষয়ক ও উগ্রবাদী বক্তব্য সংবলিত চাঞ্চল্যকর ভিডিও কনটেন্ট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।