শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাবরের ১২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাজেট সহকারী জহির উদ্দিন বাবরের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ের আদেশে সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাবরকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড, অসাধু উপায় অর্জিত ৫ কোটি ৬৮ লাখ ২০ হাজার ৯১৪ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

এছাড়া মানিলন্ডারিং আইনের অভিযোগে তাকে আরও ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যা তিন ধারায় পৃথকভাবে কার্যকর হবে। এক্ষেত্রে তাকে ১২ বছরের সাজা ভোগ করতে বলে আদেশে উল্লেখ করেছেন বিচারক। এ মামলায় বাবর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এক কোটি ৬৫ লাখ ৬৬ হাজার ৩৮০ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করেন বাবার। এরপর মিথ্যা তথ্য দেওয়া ও অবৈধ পন্থায় অর্জিত আয় স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে ৫ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার ৫৪৫ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগে দুদকের সহকারী পরিচালক আবদুল কাদের ভুঁইয়া ২০২০ সালের ২৩ জানুয়ারি জহির উদ্দিন বাবরের বিরুদ্ধে মামলাটি করেন। মামলাটি তদন্তের পর ২০২১ সালের ১২ অক্টোবর একই কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335