শনিবার, ১০ Jun ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বিচারক ও আইনজীবী পেশার ক্ষেত্রে আত্মবিশ্বাস প্রয়োজন, তা না থাকলে ছিটকে যেতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি কে এম হাফিজুল আলম।
তিনি বলেন, পেশাগত জীবনে সৎ থাকতে হবে। সততা না থাকলে কোনো ক্লায়েন্টও আসবে না।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘গেট টুগেদার’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিচারপতি আরও বলেন, যদি সংগ্রাম করার মানসিকতা থাকে, আর্থিক ও শারীরিকভাবে যদি নিজেকে ফিট মনে হয়, তাহলে আইন পেশা আপনার জন্য। বিচারকদের অবশ্যই পর্যাপ্ত আইনের জ্ঞান, আইন প্রয়োগের দক্ষতা, যোগাযোগ দক্ষতা, যেকোনো পরিবেশে খাপ খাওয়াতে হবে। যেগুলো নিয়মিত চর্চার মাধ্যমে অর্জিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সেলিম ত্বোহার সমন্বয়ে এ সময় আরও বক্তব্য দেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোছা. সৈয়দা সিদ্দিকা, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার।