শনিবার, ১০ Jun ২০২৩, ০১:০৮ অপরাহ্ন
নাজমুল হাসানঃ ডেমরায় লিটল এঞ্জেলস টিউটোরিয়াল এ ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার একুশে ফেব্রুয়ারি ২০২৩ উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আমানুল্লাহ বেপারী। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেব স্বীকৃতি পেয়েছে। সেদিনকে স্মরণীয় করে রাখতে লিটল এনজেলস টিউটোরিয়াল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এ উপলক্ষে কবিতা রচনা, প্রবন্ধ লিখন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি বিষয়ের ওপর প্রথম ও দ্বিতীয় স্থান প্রাপ্তদের জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা করা হয়। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর চারদিকে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে।