শনিবার, ১০ Jun ২০২৩, ০২:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দিন যতই ঘনিয়ে আসছে ততই উপচে পড়া ভীড় জমেছে বগুড়া শাজাহানপুর বি-ব্লক ক্ষুদ্র কুঠির শিল্প মেলায়। হরেক রকম মনোহরি ও বাহারী দোকানীদের পসরা। শিশুদের চিত্ত বিনোদনের অপূব সমাহারের যোগ রয়েছে রঙিন ও দৃষ্টি নন্দন লাল নীল বাতি সজ্জিত মনোহরি নৌকার দোদুল্ল বাইচ, মিনি বেলগাড়ী ভ্রমন, রঙিন পানির ফোয়ারাসহ চিত্ত বিনোদনের বাহারী সব পসরা , আছে নারীদের অষ্টালংকারী শপিং মল, শিশুদের খেলনা পুল সাথে যোগ রয়েছে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী বাহারী রকমের পিঠা পুলি ঢাকাই চটপটিসহ মুখরোচকের বাহারী খাদ্য।
র্দীঘদিন করোনার মহামারীর সংকট কাটিয়ে বিনোদনের পাখা মেলেছে কোমলমতী শিশুরা। এলাকাবাসীর অভিমত এ রকম সুন্দর ও মনোরম পরিবেশে মেলাটি একঘেয়েমি জীবন থেকে কিশোর-কিশোরীরা মুক্তি পেয়েছে। তারা বলেছেন মেলাটি কিছুদিন থাকলে স্কুল- কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মানষিক বিকাশ ঘটবে। ভিডিও ক্লিপে মেলার ভিডিও প্রদশিত রয়েছে।