বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অনুমতি ছাড়া কেউ কোনো ভ্রাম্যমাণ দোকান নিয়ে বসতে পারবেন না। তবে যাদের অনুমতি দেওয়া হবে তারা বসতে পারবেন। এ বিষয়ে ২২ ফেব্রুয়ারি থেকে অভিযান চালাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজার রাখার জন্য এসব দোকানের বিরুদ্ধে অভিযান চালানো হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও সিটি করপোরেশন এ অভিযান পরিচালনা করবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ক্যাম্পাসে কয়েকটি স্থায়ী ও অনুমোদিত দোকান ছাড়া বাকি সব দোকান অবৈধ। এসব দোকানে নিম্নমানের অস্বাস্থ্যকর খাবার বিক্রি করা হয়। এসব দোকানের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
তবে ২২ ফেব্রুয়ারির পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ীভাবে অবৈধ দোকান বন্ধ হবে কি না এমন প্রশ্নের কোনো পরিষ্কার জবাব দেননি প্রক্টর।