বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:০৩ অপরাহ্ন
বগুড়া সংবাদতাতা : বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও বিরোধি দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর শুক্রবার দুপুরে বগুড়া ফতেহ আলী মাযার (রহ:) ও ফতেহ আলী বাজারের নির্মানাধীন প্রধান গেইট পরিদর্শন করেছেন।
এসময় তিনি দ্রুত গেইট নির্মান কাজ সমাপ্ত করার নির্দেশ প্রদান করেন। গেট নির্মান হলে মাযার ও বাজারের সৌন্দর্য বর্ধনের সাথে সাথে নিরাপত্তাও নিশ্চিত হবে বলে তিনি জানান। এর আগে তিনি হযরত ফতেহ আলী (রহ:) এর মাযার জিয়ারত করেন। এসময় এমপি পতœী কোহিনুর বেগমসহ বাজার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন