বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ অপরাহ্ন
বগুড়া সংবাদ দাতা : বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির কে কারাগারে প্রেরন করেছে আদালত । আওয়ামীলীগের দায়ের করা ৩টি মামলায় বৃহস্পতিবার আদালতে আত্বসমর্পন করে জামিনের আবেদন জানালে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ৯ফেব্র“য়ারী বিএনপি-জামায়ত জোটের ডাকা হরতাল চলাকালে সোনাতলায় বিএনপি অফিসে হামলার ঘটনায় আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ হয়। ওই ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী খন্দকার ও পৌর যুবলীগের সভাপতি মশিউর রহমান মাসুদ পৃথক ৩টি মামলায় জাকিরকে আসামী করে মামলা দায়ের করে।
বিএনপি নেতা জাকির হাইকোর্টে অস্থায়ী জামিনে ছিলেন এবং গতকাল বৃহস্পতিবার স্থায়ী জামিনের জন্য নিম্ন আদালতে হাজির হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফেরদৌস ওয়াহিদ শান্ত তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ ঘটনায় সোনাতলায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করে।