শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন

লাইসেন্স ছাড়া বেকারি পণ্য বিক্রি, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: লাইসেন্স ছাড়া বেকারি পণ্য বিক্রির কারণে পৃথক অভিযানে দুটি বেকারিকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (২০ জুন) বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সনদ ছাড়া পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে মমতাজ প্লাজায় ইউসুফ কনফেকশনারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে রাজধানীর গুলশান থানা এলাকায় আরকেটি অভিযান পরিচালিত হয়। এ অভিযানে একই অপরাধের কারণে ৭৮ গুলশান এভিনিউয়ের রেনেসন্সকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335