বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
বগুড়া সংবাদদাতা : বগুড়ায় জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার ৫ আগষ্ট দিবাগত রাত ১ টার দিকে শহরের চক লোকমান এলাকায় নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম রব্বানী ও জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক নাজিম উদ্দীন।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম যমুনা নিউজকে জানান, আটককৃতদের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পারিবারিক সুত্রে জানাগেছে রাত ১২ টার দিকে বিপুল পরিমান গোয়েন্দা পুলিশ ও আর্মড পুলিশ এই শীর্ষ দুই নেতার বাসভবন ঘেরাও করে তাদেরকে গ্রেফতার করে। এসময় পুলিশ প্রায় ঘন্টাব্যাপি বাসভবনে তল্লাশী চালায় বলে তারা জানিয়েছে। তবে কোন কিছু জব্দ করার খবর পাওয়া যায়নি।
এদিকে জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার আমীর অধ্যাক্ষ শাহাবুদ্দীন এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব নেতাদের মুক্তি দাবী করেন।