বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন
বগুড়া সংবাদ: ৩রা আগষ্ট ২০১৫ তারিখ আনুমানিক ২২.০০ ঘটিকায় র্যাব-১২, স্পেশাল কোম্পানী, বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহল দল টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন কামার গাড়ী রেল ঘুন্টি মোড় আরমানি পয়েন্ট বস্ত্রালয় এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে ধৃত আসামী মোঃ আব্দুল মোমিন(২১), পিতাঃ মোঃ সোলেমান প্রাং, সাং ছোট কুমড়া, থানা ও জেলাঃ বগুড়া এর নিকট হতে ৭৭ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোবাইল ফোনসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে মালামাল ও আসামীদের বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর পূর্বক অভিযোগ দায়ের করা হয়েছে।