মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন
ধুনট (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার ধুনট উপজেলায় ট্রাক চালক হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী মিন্টু মল্লিককে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৫টার দিকে সাভার জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মিন্টু মল্লিক ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
ধুনট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আসামী মিন্টু মল্লিকের স্ত্রী লাকি খাতুনের সঙ্গে একই এলাকার চরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে ট্রাক চালক মন্টু মন্ডলের (৩২) পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনার জের ধরে মিন্টু মল্লিক গত বছরের ১৫ নভেম্বর রাত ৩টার দিকে ট্রাক চালক মন্টু মন্ডলকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ রশি দিয়ে ঝুলিয়ে রাখে।
ঘটনার পরের দিন ১৬ নভেম্বর নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে ১৪ জনকে আসামী করে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামী মিন্টু মল্লিক ঘটনার পর থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাভার জেলা শহর থেকে প্রধান আসামীকে গ্রেফতার করা হয়।