বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ন
বগুড়া সংবাদদাতা : টিএমএসএস ফাউন্ডেশন অফিস বগুড়ায় গতকাল বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টিএমএসএস’র আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন টিএমএসএস পরামর্শক ও শিক্ষা ডমিন প্রধান নাজমুল হক, পরিচালক মোঃ জাকির হোসেন, যুগ্ম-পরিচালক মোহাম্মদ আলী মিটু, যুগ্ম- পরিচালক সোহরাব আলী খান, উপ-পরিচালক কামরুজ্জামান খান, সিনিয়র সহকারী পরিচালক সরদার মহাতাব উদ্দিন, মামুনুর রশিদ মামুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএস মানবধিকার কর্মী সাহানা আফরোজ খানম।
আলোচনায় বক্তারা মানব পাচারের ভয়াবহ দিক গুলো তুলে ধরে সচেতনতা বৃদ্ধিতে জোর দেয়ার তাগিদ দেন। তারা বলেন, কারো প্রলোভনে প্রতারিত না হয়ে সরকারী অথবা সরকার কতৃক অনুমোদিত সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় কাগজ পত্র যাচাই বাচাই পূর্বক বিদেশে যাবার পরামর্শ দেন। এজন্য দেশের জনগনকে সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে হবে।