শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

শিবগঞ্জে যৌতুকের বলি হলেন গৃহবধু শিরিনা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, থানায় মামলা। থানার মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রায়নগর ইউনিয়নের আচলাই নামাপাড়া গ্রামের খট্টমিয়ার ছেলে মামুন গত ১ বছর পূর্বে পৌর এলাকার তেঘরী গ্রামের শিরিনা আকতার সুলতানা (২৩) কে ভালবেসে বিবাহ করে। শিরিনা ও মামুন ঘর সংসার শুরু করেন। কিছুদিন পর মামুন নিহত গ্রহবধুকে যৌতুকের টাকার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু শিরিনার পরিবারের আর্থিক অচ্ছলতার কারণে যৌতুকের ৩ লক্ষ টাকা সময় মত দিতে না পাড়ায় মামুন প্রতিনিয়তই তার স্ত্রীকে যৌতুকের জন্য ঝগড়া ঝাটি ও মারপিট করতো। একপর্যায়ে বুধবার তার স্ত্রী কে কৌশলে বাড়ির পার্শ্বে করতোয়া নদীর উপরে ভাঙ্গন ঘাটি মাঠের মধ্যে ডেকে নিয়ে ধান ক্ষেতে তার স্ত্রীকে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এব্যাপারে শিরিনার মা গোলাপী বেগম এ প্রতিবেদক কে বলেন আমরা গরীব মানুষ আমার মেয়ের নিকট থেকে ৩ লক্ষ টাকা যৌতুকের দাবী করে। এতো টাকা এক সঙ্গে কোথায় পাবো তবে কয়েক দিন পূর্বে ১ লক্ষ টাকা দিয়েছি। তবু আমার মেয়েকে জীবন দিতে হলো। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘাতক স্বামী স্ত্রী কে হত্যা করে পালিয়েছে। তবে তাকে অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এব্যাপারে নিহতের চাচা হারুনুর রশিদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335