শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২০ অপরাহ্ন

ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ফের হামলা

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে আবারও রকেট হামলা চালানো হয়েছে। রবিবার বাগদাদে মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত চার ইরাকি সেনা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মার্কিন সেনার হতাহতের খবর মিলেনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরে আল বালাদ সেনাঘাঁটিতে আছড়ে পড়েছে কমপক্ষে ছটি রকেট। ওই ঘাঁটিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে। পাশাপাশি বিমানগুলির দেখভালের জন্য রয়েছেন মার্কিন বিমানসেনার বেশ কয়েকজন কর্মী।

মোহাম্মদ খলিল নামের ইরাকের এক পুলিশ কর্মকর্তা  জানিয়েছেন, রানওয়ে ও বায়ুসেনার ঘাঁটির মূল ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এর ফলে মার্কিন যুদ্ধ বিমানের কার্যকলাপে প্রভাব পড়তে পারে।

এদিকে, এই হামলার নেপথ্যে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, সম্প্রতি ইরাকের আইন আল-আসাদ এবং ইরবিল সেনাঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। ওই দুই ঘাঁটিতে ইরাকি বাহিনীর সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক বাহিনীও।

সূত্র  : আল জাজিরা, ওয়েবসাইট

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335