বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:১৩ অপরাহ্ন
এম,রফিক,বগুড়া সংবাদাতা ঃ বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ এর নবনির্মিত জর্জ উইলিয়াম কলেজ ভবন গতকাল বুধবার সকালে উদ্বোধন করা হয়। এ ভবনটি উদ্বোধন করেন বগুড়া ওয়াইএমসিএ’র সভাপতি বার্নাড তমাল মন্ডল। ভবন উদ্বোধন শেষে কলেজের নতুন ছাত্র-ছাত্রীদের নিয়ে পল বেস্রা অডিটোরিয়ামে নবীন বরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি বার্নাড তমাল মন্ডলের সভাপতিত্বে বগুড়া ওয়াইএমসিএ’র জন্মলগ্ন হতে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বর্তমানের অবস্থান ও সফলতা সম্পর্কে বিশদ বর্ণনা করেন সাধারণ সম্পাদক শিক্ষাবিদ রবার্ট রবিন মারান্ডী। তিনি আরো বলেন, এ সফলতা শুধু আমাদের নয় এ সফলতা প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত তাদের প্রত্যেককের। প্রতিষ্ঠানটি ছোট বৃক্ষ থেকে বটবৃক্ষে পরিণত হয়েছে। যার শাখা প্রশাখা ও সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ’র সহ-সভাপতি বাবুলাল হেমব্রম, ফাইন্যান্স এন্ড এডমিন সেক্রেটারি মিঃ শিমশোন সরকার, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের উপদেষ্টা মোঃ ছামছুল আলম, উপাধ্যক্ষ কাজী নাজনীন জাহান, ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট’র উপাধ্যক্ষ আই.এন.এম মাহবুবুল ইসলাম সহ প্রমুখ। উদ্বোধনের পূর্বে পবিত্র বাইবেল পাঠ করেন জেন্ডার কমিটির চেয়ারম্যান ও সংস্থার সদস্য মিঃ সৌরভ বিশ্বাস এবং অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষিকা সাকিনা আকতার। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বগুড়া ওয়াইএমসিএ’র প্রোগ্রাম সেক্রেটারি হিউবার্ট রিমন মারান্ডী ও তাকে সহযোগিতা করেন আলবার্ট সঞ্জয় বিশ্বাস।