বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:১২ অপরাহ্ন

মায়ানমারে নির্বাচনের ফলাফল মেনে নেয়ার অঙ্গীকার সেনা প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমারের ক্ষমতাধর সেনাপ্রধান নভেম্বরে দেশটিতে অনুষ্ঠেয় যুগান্তকারী নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান জানানোর অঙ্গীকার করেছেন। তাকে প্রেসিডেন্ট হবার আহ্বান জানানো হলে শীর্ষ পদটি গ্রহণের বিষয়টিকেও তিনি উড়িয়ে দেননি। জেনারেল মিন অং হাইং বিবিসিকে দেওয়া এক বিরল সাক্ষতকারে বলেন, ‘যারাই ন্যায্যভাবে জয়লাভ করুন না কেন আমি ফলাফলের প্রতি সম্মান জানাবো।’ সোমবার তার এ মন্তব্যটি সম্প্রচার করে বিবিসি। এ সময় তিনি আরো বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেই আমার বিশ্বাস। এটাই আমাদের প্রত্যাশা। যেকোনো উপায়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা অঙ্গীকারবদ্ধ।’ মায়ানমারে ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ৩ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। দেশটিতে কয়েক দশকের মধ্যে এটাই সবচেয়ে অবাধ নির্বাচন হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335