শনিবার, ০৪ মে ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

বগুড়ায় ৭ ঘণ্টা পর চালু হলো ফিটনেসবিহীন বাস

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : নতুন সড়ক আইনের কারণে বগুড়ার বেশ কয়েকটি রুটে শনিবার সকাল থেকে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ ছিল। প্রায় ৭ ঘণ্টা পর শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২টা থেকে ফের বাসগুলো চালু হয়। জানা যায়, শনিবার সকাল থেকে জেলার বগুড়া থেকে জয়পুরহাট, নগরবাড়ি, নওগাঁ, হিলি, সিরাজগঞ্জ, গাইবান্ধা, রংপুর রুটে বাস চলাচল বন্ধ থাকে। ফিটনেসবিহীন বাসগুলো বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে পার্কিং করে রাখা হয়। তবে ফিটনেস থাকা বাসগুলো চলাচল করে।

নতুন সড়ক পরিবহন নীতিমালা আইনে ফিটনেস না থাকায় জরিমানাসহ বিভিন্ন আইনে সাজার কারণে বাসের চালকরা মালিকের হাতে গাড়ির চাবি দিয়ে চলে যায়। পরে খবর পাওয়ার পর বগুড়া মোটর শ্রমিক নেতারা শ্রমিকদের সঙ্গে কথা বলে দুপুর ২টা থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক করে। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল জানান, কিছু শ্রমিক হঠাৎ ধর্মঘটের নামে গাড়ি চলানো বন্ধ রাখে। তাদের সঙ্গে কথা বলার পর শনিবার দুপুর ২টা থেকে পুনরায় বাস চলাচল শুরু করে। ফিটনেসবিহীন গাড়ি চলানো যাবে না বলে মনে করে তারা গাড়ি বন্ধ রাখে। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল জানান, সড়ক আইন নীতিমালা নতুন করে পাস হওয়ায় ফিটনেসবিহীন মালিক ও শ্রমিকরা তাদের বাস হঠাৎ করে বন্ধ করে দেয়। পরে সেটি আবারও চালু হয় দুপুরে। সকল রুটে এখন যানবাহন স্বাভাবিক রয়েছে। বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, অনেক চালকের ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির ফিটনেসসহ অন্যান্য কাগজপত্র নেই তারাই গাড়ি বন্ধ রেখেছে। মোটর মালিকরা গাড়ি বন্ধ রাখার কথা জানেন না। আর যাদের ফিটনেস আছে তারা গাড়ি চালিয়েছে। এখন সব স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335